চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিন দিলেন এমপি মুজিবুর রহমান

অনলাইন ডেস্ক

৪ মার্চ, ২০২৪ | ১২:৫৭ অপরাহ্ণ

রোগীদের সেবা বাড়াতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিন প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। রবিবার (৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদারে হাতে আল্ট্রাসনোগ্রাম মেশিনটি হস্তান্তর করেন।

 

এসময় মুজিবুর রহমান এমপি বলেন, পিছিয়ে পড়া বাঁশখালীকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আমাদের প্রিয় এই উপজেলা অনেক পিছিয়ে আছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বাঁশখালীর সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে এই আল্ট্রাসনোগ্রাম মেশিন প্রদান করছি। আশা করি, হাসপাতালে আসা গরিব ও প্রান্তিক রোগীরা কম খরচে আল্ট্রাসনোগ্রাম করাতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি দাশ, মোজাম্মেল হক সিকদার প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট