চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপ, কটেজ থেকে ২৫ নারী-পুরুষ আটক

কক্সবাজার সংবাদদাতা

২ মার্চ, ২০২৪ | ৬:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শহরের লাইট হাউজ পাড়ার একটি কটেজ থেকে ২৫ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। যার মধ্যে ৯ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে।

 

আটককৃতদের মধ্যে অনেকেই কটেজের মালিক, ম্যানেজার, পতিতা, খদ্দের, দালাল ও কর্মচারী, যাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা যায়।

 

শনিবার (২ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এডিআইজি আপেল মাহমুদ এসব কথা জানান। তিনি বলেন, ‘কিছু হোটেল ও কটেজগুলোতে দিন দুপুরে চলছে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ নানা অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।

 

আটককৃতদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম আনোয়ারার আবু সৈয়দের ছেলে মো. লোকমান, চকরিয়ার বদরখালীর জামাল উদ্দিনের ছেলে ফোরকান, সিরাজগঞ্জের শরীফ সলঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. নান্নু, গাজীপুর টংগীর মজিবুর হোসেনের মেয়ে নোহা জাহান, ময়মনসিংহ ফরাজিবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী নূরী, ঈদগাঁ পূর্ব নাপিতখালির বেলালের মেয়ে জোবাইদা আক্তার, চকরিয়ার উওর কাহারিয়া ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে মো. ইউনুস ,কক্সবাজার শহরের কলাতলীর আব্দুল আজিজের ছেলে ইমাম হোসেন, গাজীপুর চোরাস্তা এলাকার আজগর আলীর মেয়ে ফাতেমা, ঢাকা মুগদা থানা এলাকার রমজানের মেয়ে নিলা, চকরিয়ার ভরামহুরী এলাকার ফেরদৌস আহমদ এর ছেলে মো. রুবেল, শহরের কলাতলীর আবুল কালামের ছেলে মো. রাব্বি, লক্ষীপুর লামচর এলাকার মো. হারুনের ছেলে মো. বিপ্লব, কিশোরগঞ্জের সরওয়ার জাহান এর পুত্র ইয়াহিয়া, শহরের নাজিরারটেকের আমান উল্লাহর পুত্র শওকত ওসমান, উখিয়ার জয়নাল উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার, ঢাকার যাত্রাবাড়ী থানার সম্রাট আহমেদের মেয়ে আফরিন আক্তার, চট্টগ্রাম বাঁশখালীর আব্দুল মজিদের মেয়ে ঝিনুক, ঈদগাঁও বাঁশখালীর আলী হোসেনের মেয়ে শারমিন, চট্টগ্রাম সাতকানিয়ার বাবুল বড়ুয়ার ছেলে বিপুল বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অরবিন্দ বড়ুয়ার ছেলে জনপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অসীম বড়ুয়ার ছেলে সবুজ বড়ুয়া, মহেশখালীর আব্দুল মোনাফের ছেলে রুবেল, চট্টগ্রাম লোহাগড়ার জাহিদ মোল্লার ছেলে তামিম মোল্লা ও নোয়াখালীর বালুচরা এলাকার জাকির হোসেনের ছেলে রিফাত। অসামাজিক কার্যকলাপে জড়িত আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট