চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

সভাপতি রহিম মোহাম্মদ-সা. সম্পাদক ওমর ফয়সাল

সন্দ্বীপ সংবাদদাতা

১ মার্চ, ২০২৪ | ১১:৫৮ অপরাহ্ণ

সন্দ্বীপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন। রহিম মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওমর ফয়সাল।

 

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টা থেকে প্রেসক্লাব ভবনে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

 

মোট পাঁচটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালের কন্ঠ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ও সাবেক সভাপতি রহিম মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। বাকি চার পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এতে সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদী পত্রিকার প্রতিনিধি ওমর ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি নরোত্তম বনিক, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি সাইফ রাব্বি এবং অর্থ সম্পাদক পদে ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন জয়লাভ করেন।

 

 

পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট