চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

৫ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলেন আলমগীর!

হাটহাজারী সংবাদদাতা

১ মার্চ, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া টমটমের (ব্যাটারিচালিত গাড়ি) ধাক্কায় গুরুতর আহত মো. আলমগীরকে (৫১) পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানতে হল।

 

শুক্রবার (১ মার্চ) বিকাল ৫টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন উক্ত এলাকার ইউপি সদস্য মামুনুর রশিদ।

 

নিহত আলমগীর উপজেলার উত্তর মেখল এলাকার দিল মোহাম্মদ সওদাগরের ছেলে।

 

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নামাজ পড়তে যাওয়ার সময় বেপরোয়া গতির টমটম আলমগীরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তার মৃত্যু হয়েছে। মরহুমের জানাজা আগামীকাল শনিবার বাদে জোহর উত্তর মেখল জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট