চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় আগুন পুড়ল ৫ ঘর

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১ মার্চ, ২০২৪ | ৫:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১ মার্চ) ভোরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

পুড়ে যাওয়া ঘরের মালিক নুরুল ইসলাম জানান, ভোরে হঠাৎ শোরচিৎকার শুরু হলে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি হওয়ায় দ্রুত ৫টি ঘর আগুনে পুড়ে যায়। তবে শিশু-নারী-পুরুষ কেউ আহত হয়নি।

তিনি আরো জানান, আগুনে পুড়ে আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে ৩-৪ লক্ষ নগদ টাকাও পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ দলিলুর রহমান নামে এক বৃদ্ধ বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে গেছে। আর কিছুই রইল না।

পূর্ব বড় ভেওলা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনর রশীদ বলেন, আবুল কাশেম মাঝির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরপর লাগোয়া ৫টি ঘর মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট