চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নানা অনিয়মের দায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৪২ অপরাহ্ণ

অদক্ষ টেকনিশিয়ান, লাইসেন্সবিহীন ল্যাব, অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

তিনি জানান, অভিযানে এক্সরে টেকনিশিয়ান এবং ডাক্তারদের পদবী ব্যবহার, বিশেষজ্ঞ না হয়ে ল্যাব মালিক তার নামের পাশে বিশেষজ্ঞ ব্যবহার করা, ল্যাবটির লাইসেন্স না থাকায ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে লাইফ সেভার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরটিতে এক্সরে টেকনিশিয়ান, ডিপ্লোমাধারী না থাকা, লাইসেন্স আপডেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে হেলথ ভিউ ডায়াগনস্টিক ল্যাবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন