চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম, হাটহাজারীর দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহার ও ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

ডায়াগনস্টিক কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনা এবং এস ডেন্টাল কেয়ার বিজয় কুমার দে ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম ব্যবহার করার কারণে এসব জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবি এম মশিউজ্জামান।

 

তিনি পৌরসদরের ফেয়ার বেল ডায়াগনস্টিক কমপ্লেক্স মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে ৫০ হাজার টাকা এবং এস ডেন্টাল কেয়ারের বিজয় কুমার দে’কে ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম ব্যবহার করার কারণে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মনি চাকমাসহ মডেল থানার পুলিশ সদস্যরা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন