চট্টগ্রামের হাটহাজারীতে আরও একটি বিপন্ন প্রজাতির মেছো বাঘ (মেছোবিড়াল) ফাঁদে আটকা পড়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুমানমর্দ্দন ইউনিয়নের ৮ নম্বর ওয়াডস্থ হালিমের মুরগি ফার্মে বসানো ফাঁদে মেছো বাঘটি আটকা পড়ে। এর আগে শনিবার রাতেও আরেকটি মেছো বাঘ ওই ফাঁদে আটকা পড়েছিলো।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মুরগির ফার্মের খামারি হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
খামারি আবদুল হালিম জানান, প্রতিদিনের মতো আজ সকালেও খামারে গিয়ে দেখি ওই খাঁচায় আরেকটি মেছোবাঘ আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছোবাঘ আটকা পড়েছিল। তবে পবিত্র শবে বরাতের দিন রাত ১টার দিকে বন বিভাগের রেসকিউ করতে আসা টিমের সদস্যদের অসাবধানতা কারণে নেট ছিড়ে পাশের একটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল বাঘটি।
হাটহাজারী উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল জানান, আমি ওই খামারির সাথে যোগাযোগ করে মেছো বাঘটি রেসকিউ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
পূর্বকোণ/পিআর/এএইচ