চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় কচুক্ষেতে মিলল কৃষকের লাশ

সাতকানিয়া সংবাদদাতা

২৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কচু ক্ষেত থেকে আবদুল আজিজ (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া এলাকার মাওলানা আবদুল মজিদের ছেলে।

 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলুয়ার বিল থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় তাহের নামে এক ব্যক্তির সাথে মারামারি সংক্রান্ত দ্বন্ধ ছিল আজিজের। সেটা থেকে হত্যাকাণ্ড হতে পারে, এমনটাই বলছে পরিবার। নিহতের লাশ উদ্ধারের সময় গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানায় স্বজনরা।

 

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু সাদেক বলেন, নিহতের পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে শরীরে তেমন জখম নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আজিজ নামে এক ব্যক্তির লাশ কচু ক্ষেত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট