চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

পাহাড় কাটায় সীতাকুণ্ডে অর্ধলক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪০ অপরাহ্ণ

অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আবদুল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তিনজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৩ নম্বর সমাজ এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে সরেজমিনে সেখানে গিয়ে হযরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাহাড় কাটায় জড়িত বাঁশখালী চাম্বলের আব্দুল হক, অ্যাডভোকেট ইমরানুল হক, নুর নাহারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট