চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

প্রেমের জেরে কর্মচারীকে খুন, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:০৬ অপরাহ্ণ

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীতে শাহ আলম খুনের ঘটনার প্রধান আসামি মাহবুব আলমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ খুনের ঘটনা ঘটে। একইদিন সন্ধ্যায় প্রযুক্তির সহায়তায় গণ্ডামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শাহ আলম (৩৫) উপজেলার দক্ষিণ রূপকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের মাইজ পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে। সে পেশায় বেকারি শ্রমিক। গ্রেপ্তার মাহবুব আলমের বাড়ি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী সিন্নি পুকুর এলাকায়।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, নারী কর্মচারীর সাথে প্রেমের সূত্র ধরে শাহ আলম ও মাহবুব আলমের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার ভোরে বেকারিতে থাকা অন্যান্য কর্মচারী নামাজে গেলে শাহ আলমকে খুন করে মাহবুব পালিয়ে যায়।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন