রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে ৪০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাইয়ের ৪ নম্বর ইউনিয়নের ব্যাংঙছড়ি মুসলিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ছেড়ে আসা প্রভাতী পরিবহন নামে একটি বাস কাপ্তাইয়ের নৌবাহিনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৪০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। দুটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী থাকতে পারে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌ-বাহিনী হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিবদর্শন করেছেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও এসপি সার্কেল সাইফুল ইসলাম।
পূর্বকোণ/কবির/এএইচ