চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি ইজিবাইকও (টমটম) জব্দ করা হয়।

 

আটক নুরুল ইসলাম প্রকাশ নুরু টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শীলবনিয়া পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে।

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল রাসেল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীলবনিয়া পাড়া টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কে অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ এক মাদককারবারিকে আটক করা হয়। তার স্বীকাররোক্তি অনুযায়ী ইজিবাইক থেকে প্লাস্টিকের একটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রাম থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট