চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

ওজনে কম দেয়ায় দুই মাংস দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ওজনে কম দেয়ায় দুটি মাংসের দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএসটিআইয়ের সহায়তায় উপজেলার ব্রিজঘাটে গরুর মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

 

অভিযানে উপজেলার পুরাতন ব্রিজঘাট মাংস বিতানকে মূল্য তালিকা না থাকায় ৪০ হাজার টাকা ও ত্রুটিযুক্ত বাটখারা লুকানো এবং ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রয় করায় খাজা মাংস বিতানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের ফারহানা জাহান পারুল, প্রকৌশলী সজীব চৌধুরী ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

 

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, যে কোন অনিয়মের বিরুদ্ধে কর্ণফুলীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট