চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কল রিসিভ না করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

রাউজান সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৯ অপরাহ্ণ

ফোনে বার বার কল করার পরও রিসিভ না করায় চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের এক ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রী মা’সহ মাইজভাণ্ডার দরবার শরীফে যাওয়ার পথে ফটিকছড়ি আজাদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত মো. হোছাইন আলী (৩৪) রাউজান চিকদাইর ইউপির রশিদ খানের বাড়ির মনজুরুল আলমের ছেলে।

 

আহতের বড় ভাই গোলাফুর রহমান বলেন, ‘আজ সোমবার দুপুরে মায়ের সাথে মাইজভাণ্ডার শরীফ যাচ্ছিল আমার বোন। তারা ফটিকছড়ি আজাদী বাজারের পূর্বপাশে পৌঁছালে মো. হোছাইন আলী তাদের জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে ফেলে। একপর্যায়ে তাকে (বোন) হোছাইন আলী উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে (বোন) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সে শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে।’

 

তিনি বলেন, ‘বোনকে দুইমাস ধরে মোবাইলে বিরক্ত করছিল হোছাইন। সোমবার সকাল থেকে বার বার কল করছিল সে। একপর্যায়ে আমি তার ফোন রিসিভ করলে হোছাইন বলে ‘আপনাকে নয়, ফোনের মালিককে চায়’। আমার ধারণা, আমার বোন ফোন না ধরায় হোছাইন এই ঘটনা ঘটিয়েছে। আমরা মামলার প্রস্ততি নিয়েছি।’

 

হলদিয়া ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটির সাথে হোছাইনের প্রেমের সম্পর্ক থাকতে পারে। সোমবার ৫০-৬০ বার তাকে কল করেছিল ছেলেটি। কল না ধরায় সে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় মামলা হবে।’

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট