চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে ট্রাকচাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় মো. শাহাজাহান (৪৭) নামে একব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলাধীন মহাসড়কের বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

 

নিহত শাহজাহান উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অনু মিয়া দফাদার বাড়ির সুলতান আহমেদের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল ৫টায় দিকে উপজেলার বার আউলিয়া মাজারের সামনে মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ২২-৫৪২১) ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকচালক ও সহকারীকে আটক করে।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গাড়ি আটক আছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট