চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার সৈকতে প্রকাশ্যে মারধর, একমাসের দণ্ড

কক্সবাজার সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৩০ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এক পরিচ্ছন্ন কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগে ফরিদুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা এই দণ্ড দেন।

 

দণ্ডিত ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার মো. লোকমানের ছেলে।

 

পর্যটন সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীর প্রধান মোহাম্মদ হোসেন বলেন, জেলা প্রশাসনের আওতায় সমুদ্রসৈকত এলাকায় পরিচ্ছন্ন কর্মী রয়েছে কয়েকজন। এর মধ্যে নুর মোহাম্মদ নামে এক পরিচ্ছন্ন কর্মীকে দলবেঁধে মারধর করে ফরিদসহ কয়েকজন। দোকানের বৈদ্যুতিক তার ছেঁড়ার অজুহাত তুলেই সুগন্ধা পয়েন্টে নুর মোহাম্মদকে প্রকাশ্যে মারধর করা হয়। বিষয়টি তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরে আসে।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সৈকত এলাকার এক পরিচ্ছন্ন কর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ফরিদ নামে এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট