চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়াসিকা আয়শা খানের ঢেউটিন বিতরণ আনোয়ারায়

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানের পক্ষ থেকে গত বুধবার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

 

ওয়াসিকা আয়শা খানের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের প্রায় একশত সদস্যকে পরিবার প্রতি দুই বান্ডেল করে মোট আটত্রিশ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় হঠাৎ সৃষ্ট অগ্নিকান্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায় ১৯টি ঘর। এতে পাঁচজন দগ্ধ হওয়ার পাশাপাশি অন্তত চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়।

 

 

পূর্বকোণ/ইমরান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট