চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

লামায় আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকার

লামা-আলীকদম সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৩৫ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারে আগুনে প্রায় ৮টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।

 

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, আগুনের সংবাদ পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ মো. নুরুল হোসাইন বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৮টি দোকান ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় ক্ষতি কয়েক কোটি টাকার। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় লাগবে।

 

দোকানে আগুন লাগার ঘটনায় জ্বালানি তেলের দোকানদার এনায়েত হোসেন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আগুনে ক্ষতিগ্রস্ত অন্য দোকানদাররা বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন তারা।

 

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার ২০ মিনিটের মধ্যে আমার টিম ঘটনাস্থলে পৌঁছে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৮টি দোকান পুড়ে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট