চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে পানি চলাচলের ছড়া থেকে অজ্ঞাতনামা (৪৫) একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের নালির দুয়ার এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে প্রথম এক সিএনজিচালিত অটোরিকশা চালক লাশটি ভাসতে দেখেন। এরপরে জোরারগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাত লাশটির হাত ও পায়ে পচন ধরে গেছে। লাশের পাশে একটি চালের বস্তা ছিল। লাশ দেখার পর থেকে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড়ের ইউপি সদস্য ফারুক মালুম জানান, লাশটির পরিচয় পাওয়া যাচ্ছে না। সকাল থেকে পুলিশের সাথে সহযোগিতা করছেন তিনি। এই রকম ছড়ায় লাশ পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ছড়া থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি।
পূর্বকোণ/পিআর/এসি