চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিম, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী রয়েছেন। তাৎক্ষণিক আরেকজন আরসা সদস্যের পরিচয় জানা সম্ভব হয়নি বলেও জানিয়েছে র‌্যাব।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, আগের রাতে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্নেল সাজ্জাদ বলেন, উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে গোপন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে ওই ক্যাম্পে তল্লাশি চালিয়ে আরসার তিন সদস্যকে গ্রেপ্তার এবং দুটি বিদেশি অস্ত্র, একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন