চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

পুকুর ভরাটের দায়ে হাটহাজারীতে অর্ধলক্ষ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাট করার দায়ে তৈয়ব আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার চিকনদণ্ডি ইউনিয়নের নন্দীরহাট এলাকার পূর্ব পাশে নন্দীর দীঘি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান।

 

তিনি বলেন, নন্দীর হাট এলাকার নন্দীর দীঘি সংলগ্ন পুকুর ভরাট করার অপরাধে তৈয়ব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট