চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

একুশে পদক পাচ্ছেন মহেশখালীর কাওসার চৌধুরী

মহেশখালী সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:৫৪ অপরাহ্ণ

২০২৪ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে। ২১ বিভাগে ২১ বিশিষ্টজন এবার এই পদক পাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য এবার রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা পেতে যাচ্ছেন কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীর কৃতি সন্তান কাওসার চৌধুরী।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

 

ওই দিন সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। এতে পদক পাওয়া বিশিষ্টজনদের মধ্যে মহেশখালীর কাওসার চৌধুরী একুশে পদক পাচ্ছেন বলে নাম রয়েছে।

 

কাউছার চৌধুরী একুশে পদক পাচ্ছে খবরটি তার নিজভূমি মহেশখালীতে পৌঁছলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেওয়ায় নেট দুনিয়ায় অভিনন্দনের বার্তায় ভাসছেন নাট্য নির্মাতা কাউছার চৌধুরী। এতে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা।

 

জানা গেছে, দীর্ঘ ৪১ বছরে কাওসার চৌধুরী অসংখ্য প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র নির্মাণ করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নাটক, সিরিয়াল, ম্যাগাজিন অনুষ্ঠানসহ প্রায় তিন শতাধিক অনুষ্ঠান নির্মাণ করেছেন। নব্বই দশক থেকে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে মনোযোগী হন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বধ্যভূমি নিয়ে অসংখ্য প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র নির্মাণ করেন এবং দুর্লভ প্রামাণ্যচিত্র, তথ্যচিত্রগুলো একুশে টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট