চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

টেকনাফে এক জেলের জালে ধরা পড়ল ৮ লাখ টাকার মাছ

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:৩৯ অপরাহ্ণ

টেকনাফ উপজেলার সাবরাং টুরিজমপার্ক উপকূলের এক জেলের জালে আটকা পড়েছে ৮ লাখ টাকার ছোট-বড় বিভিন্ন রকমের প্রচুর মাছ। আটকা পড়া মাছের পরিমাণ আনুমানিক ৪’শ কেজি। এ সব মাছ দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন। জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সাবরাং টুরিজমপার্ক সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় এসব মাছ ধরা পড়েছে শাহপরীর দ্বীপ উত্তর পাড়া এলাকার নুরুল হকের জালে।

 

জানা যায়, জেলেদের জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ৪শত মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকিরমহালে।

 

জালের মাঝি এবাদুল্লাহ প্রকাশ বদইয়া জানান, একটানে তার জালে আট লাখ টাকার মাছ উঠেছে। গত বছর এই সময়েও কয়েক লাখ টাকার মাছ পেয়েছিলেন। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ এ বছর জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।

 

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। মাছ ধরা বন্ধ থাকার কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে বড় ও ছোট প্রজাতির প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রির টাকায় জেলেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, দূর হচ্ছে জেলেপল্লীর অভাব-অনটন। অবশ্যই এটা আনন্দের সংবাদ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট