চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রাজস্থলীতে পাথরবোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত

রাজস্থলী সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের ইসলামপুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্ত সড়কের ফারুয়া ও ধুমধুমিয়া রাস্তার কাজে ব্যবহারের জন্য এ পাথর আনা হচ্ছিলো। দুর্ঘটনাবসত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। যার ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে সড়কের এক পাশ দিয়ে কোন রকমে মোটরসাইকেল চলাচল করছে।

 

এ ব্যাপারে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর মোবাইল ফোনে কথা হলে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট