কক্সবাজারের কুতুবদিয়ায় পরকীয়া সম্পর্কিত ব্যভিচার আইনের মামলায় ফছিহ উদ্দীন (২৫) নামে এক যুবককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী আসা আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ফছিহ উদ্দীন উপজেলার লেমশিখালী ইউনিয়নের লুৎফার পাড়ার মৃত আবু তালেবের ছেলে।
আদালত সূত্র জানায়, বাদীর আনিত অভিযোগে ৪৪৮ ধারায় ১ বছরের সশ্রম ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৯৭ ধারায় ২ বছর সশ্রম ও ৩ হাজার টাকা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে বাদী পক্ষে নিয়োজিত আইনজীবী মো.আয়ুব হোছাইন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত ২০১৯ সালের প্রথম দিকে মামলার বাদী মুহাম্মদ ইদ্রিস আনুষ্ঠানিকভাবে পেকুয়া হরিণাছড়ি এলাকার পুষ্পাকে (ছদ্মনাম) বিয়ে করেন। সাজাপ্রাপ্ত ওই আসামি বিভিন্ন কৌশল অবলম্বন করে বাদীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে। এমনকি প্রায় সময় স্বামীর অনুপস্থিতিতে আপত্তিকর অবস্থায় শোয়ার কক্ষ থেকে হাতেনাতে আটক হয় ওই যুবক। বিষয়টি নিয়ে একাধিকবার আসামিকে সতর্ক করা হলেও সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা করেন ইদ্রিস।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ