নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত থেকে বিজিবির উদ্ধার করা অবিস্ফোরিত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ঘুমধুম-তুমব্রুর পরিত্যক্ত সড়কের নির্জন স্থানে শেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, তুমব্রু সীমান্তের ৩৯ পিলার সংলগ্ন জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের ওপর থেকে অবিস্ফোরিত দুটি মর্টারশেল উদ্ধার করা হয়। রবিবার বিকাল ৪টার দিকে ওই সড়কে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট মর্টারশেল দুটি নিষ্ক্রিয় করে।
ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, শনিবার এবং দু’দিন আগে উদ্ধার করা মর্টারশেল দুটি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে নিষ্ক্রিয় করেছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু এখনও সীমান্তে বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ