চট্টগ্রাম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় মিথ্যা মামলা করে হয়রানি, বাদী গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মিথ্যা ধর্ষণ মামলা করে প্রতিপক্ষকে হয়রানি করায় আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে বাদী মনোয়ারা বেগমকে।

 

শনিবার (১০ফেব্রুয়ারি) দুপুরে বরইতলী মাইজ পাড়া এলাকার বাগানবাড়ি থেকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

 

মনোয়ারা বেগম বরইতলী ইউনিয়নের পুর্বখয়রাতি পাড়া এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী।

 

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোসলেহ উদ্দিন বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানার আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম ধর্ষণের অভিযোগে গত ২০২১ সালের ১৮ আগস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করে।

 

অভিযোগে আসামি করা হয় বরইতলী পূর্ব খয়রাতি পাড়ার মৃত মোহাম্মদ হাসানের ছেলে আসাদুজ্জামান সোহাগ ও আসফাকুজ্জামান সুমনসহ চার জনকে। আদালত মামলাটি থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে মামলাটি রেকর্ড হলেও ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের কোন আলামত না পাওয়ায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দিন মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে আসফাকুজ্জামান সুমন বাদী হয়ে ২০২৩ সালের ২০ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন-২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারায় মামলা করেন।

 

বাদী পক্ষের কৌঁসুলি এডভোকেট রাজিব মাহমুদ বলেন, মিথ্যা মামলা দায়ের করায় বাদী মনোয়ারা বেগমের বিরুদ্ধে ১ জানুয়ারি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

বাদী সুমন বলেন, মনোয়ারা বেগমদের সাথে জমি সংক্রান্ত একটা বিরোধের জেরে আমার ভাইসহ চারজনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের কথা সাজিয়ে একটা মামলা করেছিল মনোয়ারা বেগম।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আদালতের পরওয়ানা থাকায় মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট