মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যে উখিয়া সীমান্তের বেড়িবাঁধের নিচে পড়ে থাকা অজ্ঞাত একটি লাশ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। আরও একটি লাশ ওপার থেকে জোয়ারের পানিতে ভেসে আসলে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বালুখালীর চায়ের দোকানদার মিজবাহ উদ্দীন বলেন, শনিবার দুপুর ১২টার দিকে জোয়ারের পানিতে বালুখালি খাল হয়ে একটি লাশ ভেসে আসতে দেখা গেছে। পরবর্তীতে ভাটা এলে লাশটি পুনরায় ভেসে যায়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে থাইংখালি রহমতের বিল সীমান্তের বেড়িবাঁধ থেকে লাশটি উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
তিনি বলেন, মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে এপারে বেড়িবাঁধের পাশে পড়ে থাকা লাশটি উদ্ধার করতে যাওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি কিছুটা শান্ত দেখা গেলে বিজিবির সহযোগিতায় অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ