চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে পূর্বকোণের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরসরাই সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতপ্রাপ্ত দৈনিক পূর্বকোণের প্রকাশনার ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।

 

এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা রত্না, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম প্রমুখ।

 

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, পূর্বকোণ পত্রিকাটি যাত্রালগ্ন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে খুব অল্প সময়ের মধ্যে পাঠকের মন জয় করে নিয়েছেন। এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাক এই কামনা করি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট