সীমান্ত উত্তেজনায়ও থেমে নেই মাদক চোরাচালান। মাদক পাচারকারীদের ফেলে যাওয়া বস্তায় মিলেছে ৩ লাখ ইয়াবা। যার বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা। তবে কৌশলে কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের সাবরাং বিওপির বিআরএম-৫ থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে জিন্নাহখাল নামক এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। কারবারিদেরকে শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ