চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ বসতঘর

বাঁশখালী সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা গাজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চার পরিবারের নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

 

বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ জানান, দুপুর পৌনে দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে চার পরিবারে আগুন ছড়িয়ে পড়ে। পানি ছিটিয়ে মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এসময় মৃত আনু মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন, মো. জাফর আহমদ , মো. দিদারুল আলম, মো. শহিদ উল্লাহর বসতঘর পুড়ে যায়।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলেও যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট