চট্টগ্রামের বাঁশখালী পুঁইছড়িতে রাতের আঁধারে চুরি করতে গিয়ে অটোরিক্সার ব্যাটারিসহ চৌকিদারের হাতে ধরা পড়লো ৪ চোর। পরে উত্তেজিত জনতা এসব চোরকে উত্তম-মধ্যম দিয়ে মাথার চুল ন্যাড়া করে দেয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে নাপোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আসামিরা হলো- শেখেরখীল ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. শাকিল, নুরুল আলমের ছেলে মো. রাকীব উদ্দিন, সাদেক আলীর ছেলে মো. এখলাছ ও মো. মুজিবুর রহমান।
স্থানীয়রা জানান, পুঁইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চোরের উপদ্রব বেড়ে গেছে। বিদ্যুৎ খুঁটির ট্রান্সফরমার ও বাড়ির পাশে ব্যাটারি রিক্সার চার্জ দেওয়াকালীন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চোরের দল ১০/১৫ হাজার টাকা মূল্যের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ব্যাটারি রিক্সার মালিকরা বিদ্যুৎ সংযোগ দিয়ে পাহারা বসায়। গতকাল রাতে ৪ চোরকে আটক করে গণপিটুনি দিয়ে উত্তেজিত জনতা মাথা ন্যাড়া করে দেয়।
আটকদের ব্যাপারে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী বলেন, চুরির ঘটনায় জড়িত লোকগুলো শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা। রাতের অন্ধকারে তাদের আটক করে জনতা। বিষয়টি পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুঁইছড়িতে চুরির ঘটনায় কেউ থানা পুলিশকে অবহিত করেনি। লিখিত অভিযোগও দেয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ