চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে নারীসহ নিহত ৩

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার হারবাং আলীপুর এলাকায় কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহী একটি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এ ঘটনা ঘটে।

 

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া পূর্বকোণকে বলেন, সকাল ১০টার দিকে মহাসড়কের হারবাং আলীপুর এলাকায় কক্সবাজারমুখী স্কয়ার ফার্মার একটি গাড়ি ও চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদেরকে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে একজন গাড়ির চালক ও একজন নারী রয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট