চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:১৯ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে ইউনিক সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা কার্যালয়।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, ইউনিক ইউনিক সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। এতে দেখা যায়, অপরিষ্কার পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি।

 

এছাড়া খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট