চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় পাহাড় কাটায় ৩ জনের কারাদণ্ড

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় রাতের আধাঁরে পাহাড় কাটার সময় তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি স্কেভেটর ও দুটি ট্রাক (ডাম্পার) জব্দ করা হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলো- মো. ইয়াছিন, মো. মিজান ও শেফায়েত।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে হারবাং ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আদালতের সাথে ছিলেন চকরিয়া থানার একদল পুলিশ ও আনসার সদস্যরা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত অবৈধভাবে পাহাড় কাটছিল। খবর পেয়ে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে তিন জনক আটক করা হয়। পরে তাদের তিন জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় একটি স্কেভেটর ও দুটি ট্রাক (ডাম্পার) জব্দ করা হয়েছে। যারা অবৈধভাবে পাহাড়-টিলা কাটবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট