চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাঙামাটিতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:৫৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলা শহরের রেডিও স্টেশন এলাকায় কাঠ বোঝাই ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি যানবাহনের চালকসহ তিনজন আহত হয়েছেন।

 

আহতরা হলেন- ট্রাকচালক মো. রিয়াজ (৩০), কাঠের চালানদার মো. জসিম উদ্দিন (৩৩) ও কাভার্ডভ্যান চালক মো. আকতার হোসেন (২৯)।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের চালকসহ তিনজন আহত হন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সারোয়ার মো. পারভেজ জানান, মুখোমুখি সংঘর্ষে দুইজন চালকসহ মোট তিনজন আহত হয়েছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট