টানা তৃতীয় বারের মতো দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান।
এ প্রসঙ্গে এ.বি.এম ফজলে করিম চৌধুরী বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও রেলের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করবো। সেইসাথে আমাকে ৩য় বারের মতো রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রাউজানের সাড়ে ৬ লক্ষ মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ