চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালী ফুটবল একাডেমির জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক

৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:০৯ অপরাহ্ণ

বোয়ালখালী ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় আসন্ন মেয়র কাপের অনুশীলনের উদ্বোধন ও জার্সি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার একাডেমির পরিচালক জিয়াউর রহমানের সঞ্চালনায় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ রেজাউল করিম বাবুল।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ শহিদুল আলম, গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, বাফুফের কোচ আব্দুর শুক্কুর রানা, একাডেমির পরিচালক শামসুল আলম, কোচ দেবু পুরোহিত, রিপন প্রমুখ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট