চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কৃষি জমির টপসয়েল কাটায় পাঁচজনের কারাদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ

সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে হাতেনাতে গ্রেপ্তার করে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কাঞ্চনা, খাগরিয়া, ঢেমশা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

 

এসময় অভিযুক্ত মোহাম্মদ আরাফাতকে ১০দিন, তৌহিদুল আলম বাবুল ১০ দিন, মো. ছিদ্দিক ৫দিন, মো শাহাদত এবং মো.আজমগীরকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, কৃষি জমি রক্ষা করতে আমাদের নিয়মিত অভিযান থাকে। উপজেলায় কযেকটি ইউনিয়নে রাতের বেলায় উৎপাদনশীল ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। জনস্বার্থে মাটি দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মুন্না/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট