চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মুরগি খামারে ঢুকে পড়েছিল অজগর। খেতে শুরু করে মুরগি। এ ঘটনায় খামারের কর্মচারীরা হতবিহ্বল হয়ে পড়েন। সহায়তা চান জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নাম্বারে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার কধুরখীল চৌধুরীহাট এলাকার এসএম পোল্ট্রি খামারে একটি অজগর সাপ ঢুকে পড়ে। খামারের কর্মচারীরা সাপটিকে দেখে ৯৯৯-এ ফোন দেন।
৯৯৯-এ ফোন পেয়ে বন বিভাগের সাথে সংযোগ করা হলে তারা স্নেক রেসকিউ টিমের সহায়তা চান। স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক দুপুরে সাপটি খামার থেকে উদ্ধার করেছেন।
অয়ন মল্লিক বলেন, কধুরখীল চৌধুরী হাটের মো. শফিকের মুরগী খামার থেকে অজগর সাপটি উদ্ধার করে উপজেলার করলডেঙ্গার পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করেছি। সাপটির ওজন ৩ কেজি ও দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ