চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মাটি কাটায় তিনজনকে ৩ লাখ টাকা জরিমানা, বাঁশখালীতে ২ জনের কারাদণ্ড

বাঁশখালী সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া আরও দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী জানান, বাণীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে মো. ইয়াছিন, এহসান উল্লাহ, হাফিজুর রহমানকে এক লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. আজিজ ও ফজল করিমকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট