চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে মশার কয়েলের আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মশার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ সালমান নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গন্ডামারা ইউনিয়নের মধ্যম গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের হাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, শিশুর গায়ে জড়ানো কম্বলে মশার কয়েলের আগুন লাগে। এতেই ঘুমন্ত অবস্থায় ওই শিশুর ৪০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

 

স্থানীয় জয়নাল আবেদিন নামের একজন জানান, ওই শিশুর মা রুমা আক্তারের ডিভোর্স হওয়ায় সে তার নানার বাড়িতে নানির সাথে থাকে। শিশুটি মানসিক প্রতিবন্ধী। তাকে বাসায় রেখে নানী কাজে বের হলে রাত সাড়ে ৮টার দিকে শিশুটি অগ্নিদগ্ধ হয়। মশার কয়েল থেকে আগুন প্রথমে কম্বলে পরে লাইটারে লাগলে লাইটার ব্লাস্ট হয়ে মুহূর্তেই আগুনে পুড়ে যায় শিশু সালমান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট