কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে আরসা সন্ত্রাসীরা ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প-৪ (এক্স:), ব্লক-এইচ এর পাহাড়ের নিচে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবক হলেন, ক্যাম্প- ৪ (এক্স:)৪/এ ব্লকের কামাল হোসেনের ছেলে মো. জলিল(২৪)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন রাত ১০ টার দিকে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানার ডিউটি অফিসারের মারফরত জানতে পারি যে উখিয়া উপজেলা হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আনা এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর সংবাদ। উক্ত সংবাদ পেয়ে এস আই/তৌহিদ সংগীয় ফোর্সসহ ঘটনাস্থরে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।
তিনি আরও জানান, হাসপাতালে উপস্থিত নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় যে আরসা সন্ত্রাসী গ্রুপের লোকজন ক্যাম্প- ৪ থেকে ভিকটিমকে ডেকে নিয়ে ক্যাম্প-৪ (এক্স:), ব্লক-এইচ এর পাহাড়ের নিচে নিয়ে গুলি করে হত্যা করেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ