পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে কক্সবাজারের উখিয়ার মোহাম্মদ আলম (২৮) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা ঢালারমুখ এলাকার বন বিভাগের পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলম (২৮) ১৭ নম্বর ক্যাম্পের ৭০/এইচ ব্লকের মৃত আবুল কালামের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন রাত ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পাহাড়ের মাটি কাটার সময় মাটির বড় একটি চাক ভিকটিমের উপরে পড়লে চোখের ভ্রুর উপর হয়ে পেটের উপর চাপা পড়ে মলদ্বার দিয়ে পেটের ভুড়ি বের হয়ে যায় এবং ডান পায়ের গোড়ালির হাড় ভেঙ্গে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ