চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চা-নাস্তার বিল না দিয়ে চলে যাচ্ছিল তারা, প্রতিবাদ করাই কিশোরকে পিটিয়ে হত্যা

কক্সবাজার সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:২৩ অপরাহ্ণ

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় আলাউদ্দিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের সমিতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মমিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, আলাউদ্দিনের দাদির একটি ছোট চায়ের দোকান রয়েছে সমিতিপাড়া বাজারে। দোকানে প্রতিদিন চা-নাস্তা খেতে আসেন একই এলাকার ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। কিন্তু যাওয়ার সময় প্রভাব দেখিয়ে প্রায় টাকা না দিয়ে চলে যান।

বৃহস্পতিবার রাতেও তারা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিল। এ সময় তাদের সাথে আলাউদ্দিনের দাদির বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে বৃদ্ধা দোকানদারকে মারতে যান তারা। ঘটনা শুনে দোকানে ছুটে আসেন আলাউদ্দিন। তিনি এসে প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজের নেতৃত্বে হাসান, মমিন ও মেহেদী তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট