চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটায় ৪ জনের কারাদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩২ অপরাহ্ণ

সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে হাতেনাতে গ্রেপ্তার ৪ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার কালিয়াইশ ইউনিয়নের আহমদ শফির ছেলে বোরহান উদ্দীন (১৮), একই আবু তাহেরের ছেলে রিফাতুল ইসলাম (২০), নলুয়া ইউনিয়নের মৃত আবদুল মালেকের ছেলে সাজ্জাদ হোসেন (১৯) ও ধর্মপুর ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে আজিজুল আমিন (৩২)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ধর্মপুর ইউনিয়নে সন্ধ্যায় উৎপাদনশীল কৃষি ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এ সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। জনস্বার্থে মাটি দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট