চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহাসড়ক দখল করে বসা ৩০ দোকান উচ্ছেদ সীতাকুণ্ডে

সীতাকুণ্ড সংবাদদাতা

৩১ জানুয়ারি, ২০২৪ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বসা ৩০ দোকান উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।

 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা থেকে তিন ঘণ্টা উপজেলার কুমিরা ও ভাটিয়ারী এলাকায় এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, অবৈধ দখলে নিয়ে দোকানপাট স্থাপন করায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন থামতে অসুবিধা হচ্ছিল। তাই অভিযান চালিয়ে সবজি, মাছ, ফল বিক্রির ২০টি দোকান ও ১০টি কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। অভিযানে দোকানদারদের মহাসড়কের পাশে না বসতে নির্দেশনা দেয়া হয়েছে। অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট