মোহাম্মদ হোছনের (৫৫) স্ত্রী টাকা পেত রুহুল আমিনের স্ত্রীর কাছে। এটা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হচ্ছিল। এমন সময় রুহুল আমিন এসে মোহাম্মদ হোসনের উপর অতর্কিত ঘুষি ও কোদাল দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এতে হোছন মাঠিতে লুঠিয়ে পড়ে। হাসপাতালে তার মৃত্যু হয়।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে।
নিহত মোহাম্মদ হোছন ওই এলাকার আবদুল কাদেরের ছেলে। অভিযুক্ত রুহুল আমিন একই এলাকার ওবায়দুল হাকিমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা রুহুল আমিনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ