কাভার্ডভ্যানের মাধ্যমে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাবুল কান্তি নাথ নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ